সীতাকুণ্ড জিরি সুবেদার স্টিল রি-রোলিং অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেডে-
জাহাজ থেকে পড়ে দুই শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিকের মৃত্যু, আহত ৩

সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া সাগরউপকূলে শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিরি সুবেদার স্টিল রি-রোলিং অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেডে দড়ি ছিড়ে জাহাজ থেকে পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনয়া আশঙ্কাজনক অবস্থায় আরোও ৩ শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : পিকনিকের বাসে ৫৮ হাজার ইয়াবাসহ চালক ও সহকারী আটক
আরো পড়ুন : চোখের চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ রাষ্ট্রপতির

দুর্ঘটনায় নিহতরা হলেন, মিরসরাই থানার দক্ষিণ হাতকান্দি এলাকার মৃত আবদুল কাদের চৌধুরীর ছেলে মো. আমিনুল ইসলাম (৫৬) ও খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার শান্তি রঞ্জন পাড়ার সূর্য কুমার চাকমার ছেলে তুষার চাকমা (২৭)।

আহতরা হলেন- নওগা জেলার মান্দা থানার পলাশবাড়ি এলাকার ইয়ামিন শেখের ছেলে মো. আলমগীর (৩৫), খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার করিয়াছড়ি এলাকার মৃত সূর্য জয় চাকমার ছেলে জগদ্বীশ চাকমা (৪৭) ও মো. ফারুক হোসেন (৩২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ড বার আউলিয়া এলাকায় জিরি সুবেদার স্টিল রি-রোলিং অ্যান্ড শিপইয়ার্ড লিমিটেডে কাজ করার সময় দড়ি ছিঁড়ে পড়ে আহত পাঁচজন শ্রমিক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।