জিরি সুবেদার শিপইয়ার্ডে দুর্ঘটনা: আহতের সংখ্যা বেড়ে ১৩

সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া সাগর উপকূলে গত (১ আগস্ট) শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাড়িয়েছে।

আহতরা হলেন- নওগা জেলার মান্দা থানার পলাশবাড়ি এলাকার ইয়ামিন শেখের ছেলে মো. আলমগীর (৩৫), খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার করিয়াছড়ি এলাকার মৃত সূর্য জয় চাকমার ছেলে জগদ্বীশ চাকমা (৪৭) ও মো. ফারুক হোসেন (৩২), ফেনী জেলার সদর থানার বালুকিয়া মমতাজুল হক চৌধুরী বাড়ির তাজুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (৩০), একই এলাকার আবু তাহের ছেলে শরীফ, খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার রবিধন পাড়ার পিতা জগলু স্ফুরার ছেলে রাম দয়াল (৪০), বুনজিৎ ত্রিপুরার ছেলে রিমন (২৪), খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার চন্দ্রকুমার পাড়ার সুনীর ত্রিপুরার ছেলে বনজয় ত্রিপুরা(২৮), খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার বোয়ালখালী যৌথ খামার গ্রামের মনি ত্রিপুরার ছেলে সুরন ত্রিপুরা(২২), খাগড়াছড়ি জেলার থানা সদরের সুরেন্দ্র মাষ্টারপাড়া গ্রামের মোহন ত্রিপুরার ছেলে অনিক ত্রিপুরা(২২), খাগড়াছড়ি জেলার পান ছড়ির লক্ষিণ চরণের ছেলে মনজয়(২৫), খাগড়াছড়ি জেলার হরন্দ্রত্রিপুরার ছেলে রাহি ত্রিপুরা(২২), শ্রাবন (২৫), রতন (৩০),।
আহত ১৩ জনকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রোববার পর্যন্ত ৫জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত শেখ শামিম শেখ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মিরসরাই থানার দক্ষিণ হাতকান্দি এলাকার মৃত আবদুল কাদের চৌধুরীর ছেলে মো. আমিনুল ইসলাম (৫৬) ও খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার শান্তি রঞ্জন পাড়ার সূর্য কুমার চাকমার ছেলে তুষার চাকমা (২৭)।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা লোহার ওয়্যার দিয়ে কাজ করার সময় হঠাৎ ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন