শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বান্দরবান : টানা তিনবারের সফল প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়ন বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের সমগ্র এলাকায় শিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচী নিয়ে শিক্ষার মান উন্নয়ন করা হচ্ছে। আজ প্রতিটা গ্রাম মহল্লা শিক্ষার আলোয় আলোকিত। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিটডে মিল চালু, যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সোলারের আলোতে আলোকিত করার মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা চালু করেছে শেখ হাসিনার সরকার।

শনিবার (৩১ আগস্ট) সকালে জেলা সদরের সুয়ালক ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিশ্ব বিদ্যালয়ের নিজস্ব ভুমির উপর ৫ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবানকে শিক্ষা নগরীতে রুপান্তর করার একধাপ এগিয়ে আমরা প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করলাম। আগামীতেও বান্দরবানের শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে আমরা মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, সকলের সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ১শ একর নিজস্ব ভুমির উপর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হলো। বর্তমান সরকারের আন্তরিকতায় পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার মান ও অগ্রগতির জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বান্দরবান সদরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ ইমাম আলি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ¤্রাসা খেয়াং, বান্দরবান বিশ^বিদ্যালয় এর রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আবছার, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস স্টাডিজ এর ডীন প্রফেসর ডক্টর কাজী আহমদ নবী ও স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডীন প্রফেসর ডক্টর মোসলেহ উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, সহকারি
প্রকৌশলী তুষিত চাকমা, উপ সহকারি প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, ঠিকাদার রাজু বড়ুয়া, ছাত্র-ছাত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইল্ট্রেনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরেই ৭ ফেব্রুয়ারী ৫ বিষয়ের উপর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল।