লামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ, জরিমানা

লামায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বান্দরবান : লামা বাজারে আইন লঙ্ঘন করে ঔষধ বিক্রি, বিক্রির জন্য নয় এমন ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মেসার্স যমুনা ফার্মেসিকে ৭ হাজার, মেসার্স আশশেফা ফার্মেসিকে ৭ হাজার, শান্তি নিকেতন ফার্মেসিকে ১০ হাজার ও মেসার্স আদর্শ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকটি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। পরে জব্দকৃত ঔষধ উপজেলা চত্বরে ধ্বংস করা হয়।

আরো পড়ুন : রেলের কৃষিজমি ইজারা নিয়ে কারখানা স্থাপন করছে কেএসআরএম
আরো পড়ুন : রাঙ্গুনিয়ায় পাহাড়ের ঢালে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফার্মেসি গুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এতে নেতৃত্ব দেন। আদালতকে সহযোগিতা করেন লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান মজুমদার।

অভিযানে লামা থানা পুলিশের একটি টিম, লামা হাসপাতালের ডাক্তার ও স্থানীয় সাংবাদিকরা প্রয়োজনীয় সহযোগিতা করেন। বাহির থেকে লামা বাজারে এসে রোগী দেখেন এমন কয়েকজন ডাক্তারকে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সকল ধরনের সার্টিফিকেট ও লাইসেন্স উপজেলা প্রশাসনকে দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধ খেয়ে মানুষ বাঁচে। সে ঔষধে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। ভবিষ্যতে ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালানো হবে।