মুসরির ছেলেও মারা গেলেন হার্ট অ্যাটাকে

আব্দুল্লাহ মুরসি – ছবি : সংগৃহীত

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসিও মারা গেলেন হার্ট অ্যাটাকে। ২৪ বছর বয়সী আব্দুল্লাহর হার্ট অ্যাটাকে বুধবার (৪ সেপ্টেম্বর) কায়রোর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মুরসির পরিবারের একটি সূত্র আনাদোলু নিউজ এজেন্সিকে আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুরসি গত জুনে একটি রাজনৈতিক মামলায় বিচারকালে আদালতে হার্ট অ্যাটাকে মারা যান। ধারণা করা হচ্ছে পিতার মৃত্যুশোকেই মারা গেছেন আবদুল্লাহ মুরসি।

নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যেই বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ সিসির নেতৃত্বে সেনাঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিসি। এদিকে, মিডলইস্ট আই জানিয়েছে, মুরসির মৃত্যুর পর আব্দুল্লাহ পরিবারের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।