
চট্টগ্রাম:শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কর্ণফুলী থানাধীন ব্রিজঘাটা এলাকা কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই-তিন দিন আগে ওই যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলা হয় বলে ধারণা করে পুলিশ।
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো টি শার্ট ও লুঙ্গী। ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়।তিনি এ ঘটনার রহস্য উম্মোচনের কাজ করছে পুলিশ।