

পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির শুক্রবার(৬সেপ্টেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
পাকিস্তানের লাহোরে ১৯৫৫ সালে ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন কাদির।৮০’র দশকের ক্রিকেটে লেগস্পিন ছিল অপার রহস্য। সেই রহস্যে বিশ্ব কাঁপিয়েছিলেন কাদির। তাকে বলা হয় কিংবদন্তি শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু।তিনি পাক দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন ছাড়াও ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গেছে তাকে।
১৯৭৭-১৯৯৩ সাল পর্যন্ত ৬৭ টেস্ট খেলে ২৩৬ উইকেট শিকার করেন তিনি। ১০৪ ওয়ানডেতে দখল করেন ১৩২ উইকেট।১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে ৯ উইকেট নেন কাদিন। এটিই ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপে (১৯৮৩ ও ১৯৮৭) প্রতিনিধিত্ব করেন কাদির। সংক্ষিপ্ত মেয়াদে দেশের হয়ে অধিনায়কত্ব করেন তিনি।
কাদিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক টুইটে তারা জানিয়েছে, মায়েস্ত্রো স্পিনারের মৃত্যুতে শোকাহত পিসিবি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।