আশুরার তাজিয়া মিছিল : যানবাহন চলাচল নিয়ন্ত্রণ যেসব রুটে

আশুরার তাজিয়া মিছিল : যানবাহন চলাচল নিয়ন্ত্রণ যেসব রুটে

চট্টগ্রাম : পবিত্র আশুরা আজ। এ উপলক্ষে বিভিন্ন ইসলামী সংগঠন গুলো তাজিয়া মিছিল বের করবে। যে কারণে নগরের কিছু কিছু সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির ট্রাফিক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসাধারনের সুবিধার্থে নগরবাসীকে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত কিছু সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন করা হবে বলেও জানানো হয়।

আরো পড়ুন : আবারও কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী সালমা
আরো পড়ুন : মোবাইল অ্যাপেই নাগরিক তথ্য সংগ্রহ

নগরীর খুলশী রোড, টাইগার পাস, বিআরটিসি, নিউ মার্কেট, আমতলা, তিনপুল, এনায়েত বাজার, কাজীর দৈউরী, লালদীঘি, কোতয়ালী মোড়, ফিশারি ঘাট, সিটি কলেজ মোড়, লাভ লেইন, জিইসি, শাহজালাল বেকারী, অক্সিজেন, রৌফাবাদ, মুরাদপুরসহ তাজিয়া মিছিলের যাত্রা পথের সকল সড়কে যানবাহন চলাচল দুপুর ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সম্পুর্ণ অথবা আংশিক বন্ধ থাকবে।

এসময় নগরবাসীদেরকে এই সমস্ত রাস্তা যথাসম্ভব এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ (সিএমপি)।

শেয়ার করুন