
চট্টগ্রাম : নগরীর হালিশহর থানার মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে ও পিডিবির মালিকানাধীন ২০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দখলমুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। অভিযানে ৩টি সেমিপাকা ও ৮টি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। নিজ উদ্যেঅগে সরিয়ে নেয়া হয় ৩০ পরিবার।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল সহকারী (ভুমি) মো. তৌহিদুল ইসলাম।
এসময় পিডিবির উপ-প্রকল্প পরিচালক ও সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মো. শহীদুল আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।