[caption id="attachment_47087" align="aligncenter" width="720"]
হোটেল আল ইমাম থেকে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২[/caption]
চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার টেরীবাজারের হোটেল আল ইমাম থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুুলিশ। আটকরা হলেন উখিয়ার আবদুর রহিমের ছেলে আবু তাহের (২৪) ও বান্দরবারের নুরুল হকের ছেলে মো. এহছান উল্যাহ(২০)। এহছান নগরীর জামেয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসায় থাকেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন : বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় শেখ হাসিনা
আরো পড়ুন : ভোটার হওয়ার হিরিক রোহিঙ্গাদের
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, টেরীবাজারের হোটেল আল ইমামের ৭১৯নং কক্ষে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের(২৪) ও মোঃ এহছান উল্যাহ
(২০) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত