প্রবর্তক সংঘের অনাথ শিক্ষার্থীদের মাঝে ফ্যান উপহার

প্রবর্তক সংঘের অনাথ শিক্ষার্থীদের মাঝে ফ্যান উপহার
প্রবর্তক সংঘের অনাথ শিক্ষার্থীদের মাঝে ফ্যান উপহার

চট্টগ্রাম : সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র এতিমদের সহায়তায় সকলে এগিয়ে আসলে লাভবান হবে জাতি, সমাজ থেকে দুর হবে অস্থিরতা এবং কমবে অপরাধ প্রবণতা। তাদের মাঝেও রয়েছে সুপ্ত মেধা। এ মেধাকে পরিস্ফুটিত করার দায়িত্ব যেমন রয়েছে, তেমনি শিশু কিশোর ও ছাত্রছাত্রীদের অধিকার রয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রবর্তক সংঘের অনাথ ছাত্রছাত্রীদের জন্য পুজার উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা এ কথা বলেন।

পাঁচলাইশস্থ প্রবর্তক সংঘের অনাথ ৬০০ ছাত্রছাত্রী ও শিশুদের জন্য দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আশুতোষ দে ৬৫ টি ফ্যান দান করেন।

আরো পড়ুন : পর্যটন শিল্প বিকশিত হচ্ছে বান্দরবানে
আরো পড়ুন : হুইপপুত্রের অস্ত্রের মহড়া, বাবার শোডাউনে সমালোচনার ঝড়

অভিভাবকহীন বিভিন্ন এলাকা থেকে আসা এখানে আশ্যয় পাওয়াদের শিক্ষা নিশ্চিত করে আধুনিক সব সুবিধা নিশ্চিত করে সব সময় সহায়তার আশ্বাস দেন আশুতোষ দে। ভবিষ্যতে প্রবর্তক সংঘের জনহিতকর যেকোন কাজ এবং অনাথদের সুবিধা বৃদ্ধি করতে পাশে থাকবেন বলেও আশ্বাস প্রদান করেন। তার মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার
আহবান জানান। সমাজে সাম্যতা এবং অভিভাবকহীন অনাথরাও তাদের অধিকার বঞ্চিত না হয়ে মেধা বিকাশের সুযোগ পেলে দেশ এগিয়ে যাবে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ধনী গরি বের বৈষম্য থাকবে না বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রবর্তক সংঘের সম্পাদক টি কে চক্রবর্তী, জি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, বিশিষ্ট ফটো সাংবাদিক ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক লিটন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন