রাঙ্গামাটিতে প্রতারণা মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

রাঙ্গামাটিতে প্রতারণার মামলায় জারি হওয়া পারোয়ানার পলাতক আসামি আবু ওয়াহিদ রুবেল (২৯) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) রাতে পরিচালিত অভিযানে চট্টগ্রামের খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। রুবেলকে সোমবার (২০ মার্চ) বিকালে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় নেয়া হয় বলে জানান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ।

ওসি জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় চারটি প্রতারণার মামলা রয়েছে। মামলাগুলো হল- সিআর-১০৩/১৬, ১৩০৫/১৬, ৭৪/১৬ ও ১৩০/১৬। পুলিশের করা এ চারটি মামলাতেই তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পারোয়ানা রয়েছে। এতদিন সে পলাতক ছিল।

তিনি জানান, রুবেল রাঙ্গামাটি শহরের চম্পকনগরের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ায় চট্টগ্রামের বাকলিয়া থানায় খবরটি পাঠানো হয়। এতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারে সক্ষম হয় চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃত রুবেল শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। এছাড়া চেক জালিয়াতি করেও বিপুল টাকা আত্মসাৎ করে সে।

শেয়ার করুন