
চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানা এলাকার বাহাদুর শাহ কলোনীর গলির মুখে রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চক্রের চার সদস্যকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) পৌণে ১টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশিকালে ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
আরো পড়ুন : মৌসুমীর প্যানেলে কেউ নেই
আরো পড়ুন : স্মার্টফোন স্লো হলে কি করবেন?
আটককৃত আসামীরা হলেন পিরোজপুরের ছোলেমান হাওলাদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮), ঠাকুরগাঁও এর তৌমিদুল ইসলামের ছেলে মোঃ শামীম (৩১), শরিয়তপুরের মজিবুল হক পাঠানের ছেলে মোঃ দাদন মিয়া (৩০) ও বরগুনার আব্দুর ছাত্তার চকিদারের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৬)। তারা সকলেই নগরীর বিভিন্ন এলাকা বাসা নিয়ে বসবাস করে।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলছে, আসামীদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।