ধর্ষণের দায়ে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার তিনি স্পিকার হিসেবে পদত্যাগ করেন। সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন।

কাঠমন্ডুর একটি আদালতে তার নামে গ্রেফতারি পরোয়ারা জারি করা হলে রোববার (৬ অক্টোবর) পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এক নারী সহকর্মীর অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় তার ওপর হামলে পড়েন স্পিকার কৃষ্ণ বাহাদুর মোহরা। তিনি উন্মত্ত অবস্থায় তার অ্যাপার্টমেন্টে হাজির হন বলে অভিযোগ করেন ওই নারী।

স্থানীয় এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ রকম কিছু ঘটবে আমি ভাবিনি। তিনি জোর করছিলেন, আমি যখন পুলিশ ডাকার কথা বলি তখন তিনি চলে যান।’

২০০৬ সালে আলোচনার মাধ্যমে নেপাল দশককালের গৃহযুদ্ধের অবসান হয়, মাহারা তখন ওই আলোচনায় মাওবাদী বিদ্রোহী অংশের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। ২০১৭ সালের নির্বাচনে কট্টর ও মধ্যপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট থেকে এমপি ও পরে স্পিকার হয়েছিলেন তিনি।

মঙ্গলবার পদত্যাগের সময় তিনি জানান, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন।