‘কথা বললেই বন্দি’

হাতে খাঁচা । মুখে বাধা কালো কাপড় ও ঝুলানো তালা। ‘কথা বললেই বন্দি’ এমন স্লোগানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক দল তরুণ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার(৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিউচার অব বাংলাদেশের ব্যানারে তারা মানববন্ধন করেন।

আন্দোলনকারীরা বলেন, ‘কতটা পাষাণ হলে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠবে। দেশবাসী এই বিচারের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করব, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন টোয়েল, সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল রেজাউল হোসেন অনিল, সাধারণ সম্পাদক শওকত আজিজ।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সেন্দেহে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন