[caption id="attachment_48244" align="aligncenter" width="600"]
বিমান[/caption]
চলতি মাসেই চট্টগ্রাম-কুয়েত সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে কুয়েতে চট্টগ্রাম প্রবাসীদের দাবি পূরণ হতে যাচ্ছে। অক্টোবরের ৩০ তারিখে প্রথম ফ্লাইট বিজি- ১৪৪ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। বিষয়টি কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামের নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : ভারতকে সামান্য পানি দিচ্ছি, এতে হইচই করার কী আছে:প্রধানমন্ত্রী
আরো পড়ুন : স্বাধীনতা ভালো তবে তা বালকের জন্য নয়- প্রধানমন্ত্রী
তিনি বলেন, সপ্তাহে একদিন বুধবার কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু হবে। ৩০ অক্টোবর ছাড়বে প্রথম ফ্লাইট।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত