কন্যা শিশুদের সঠিক পরিচর্যায় গড়ে তুলুন

.

কন্যা শিশুরা দেশের সম্পদ, তাদের সঠিক পরিচর্যায় গড়ে তোলার আহবান জানিয়েছেন সাবেক সাংসদ, নারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক।

তিনি শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ কক্সবাজার ফিল্ড অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন।

বুধবার (১৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে ইসলামিক রিলিফ বাংলাদেশের কক্সবাজার প্রোগ্রাম অফিসার ছামছুল আলম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কক্সবাজার সহকারি প্রোগ্রাম অফিসার মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ আহসান হাবীব, রিচার্ড রনজিত কোস্তা, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী ও কক্সবাজার চায়নিজ উশু একাডেমি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কর্মসূচির আওতাভুক্ত শিশু শোয়াইবুল ইসলাম। গীতা পাঠ করেন রুমি দে। গজল পরিবেশন করেন শিশু শিল্পী গোলাম রসুল।

নাসরিন জাহান নীপার পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিক, শিশু শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন স্তরের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।