হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভের একাংশ।
হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভের একাংশ।

ভোলার বোরহান উদ্দিন উপজেলায় তৌহিদি জনতার মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতেও। প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ, থানায় ইট পাথর নিক্ষেপ করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে হাটহাজারী বাজার এলাকায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। তবে এ সময় পুলিশকে কোন প্রতিরোধ করতে দেখা যায়নি।

রবিবার (২০ অক্টোবর) বিকেল পাঁচটার পর থেকে ছাত্রদের এই প্রতিবাদী বিক্ষোভ শুরু হয়।

এরপর থেকে এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। এতে দুইজন আহত হয়েছে বলে জানাগেছে। পরিস্থিতি এখনো থমথমে।

জানাগেছে, হাটহাজারী মাদ্রাসা থেকে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে মাদ্রাসার ভিতরে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, বলা হচ্ছে আজকে বিক্ষোভ মিছিলের জন্য কোনো সিদ্ধান্ত নেই।

এ ব্যাপারে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোন করা হলে ফোন না ধরায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয় নি।

একই কথা বলে ফোন কেটে দেন পুলিশ সুপার নূরেআলম মিনা।

ওসি (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, একটু সমস্যা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা থানায় ইটপাটকেল মেরেছে। কোন আহত বা গ্রেফতার নেই।

শেয়ার করুন