এ্যাকুরিয়াম পার্কে ৩৫ জাতের রঙিন মাছ দেখার সুযোগ জামালখানে

রাত বাড়লে এ্যাকুরিয়াম পার্কের সৌন্দর্য আরোও বেশি মোহ ছড়ায়

হাকিম মোল্লাঃ এ্যাকুরিয়াম পার্কে   নানান মাছ দেখে খুশি দর্শনার্থীরা। তবে শিশুদের আনন্দই বেশি মাছ দেখে। অল্পতেই মনমরা মনে প্রাণের সঞ্চার জাগাতে পারে এসব রঙিন মাছ।
আর এই এ্যাকুরিয়ামের তৈরির পরিকল্পনা করেন কাউন্সিলর শৈবাল দাস সুমন।

এ্যাকুরিয়াম পার্কের স্বপ্ন দ্রষ্টা কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

চট্টগ্রাম মহানগরীর জামালখান ওয়ার্ডে প্রায় ২০ লাখ টাকা ব্যয় করে এ্যাকুরিয়াম পার্ক নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। প্রায় ৩৫ জাতের মাছের এই এ্যাকুরিয়ামের সার্বিক তত্বাবধানে রয়েছেন শুভাশিষ পোদ্দার।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ্যাকুরিয়াম পার্কের সামনে বসে কথা হলে তিনি এসব বিষয় নিশ্চিত করেন।

১৭ ফুট চওড়া ৪ ফুট লম্বা ও আড়াই ফুট ব্যাসের এ্যাকুরিয়ামটি দেখা যাবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।

এ্যাকুরিয়াম পার্ক রক্ষণাবেক্ষণে মাসে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

এ্যাকুরিয়াম প্রিয় মানুষেরা চাইলে সুলভমূল্যে এ্যাকুরিয়ামেরর আনুসঙ্গিক সব কিছু ক্রয় করতে পারবে।

খুব কম সময়ে মন ভালো করে দিতে পারে এ্যাকুরিয়ামের মধ্যে খেলা করতে থাকা নানান রঙের মাছ।

এ্যাকুরিয়াম পার্কের তত্বাবধায়ক সুভাশিষ পোদ্দার।

সড়কের পাশে হওয়ায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সার্বক্ষনিক নিরাপত্তারক্ষী রাখা হবে বলে জানান। ঢিল মারলে হয়তো ভাঙবেনা তবে লোহার কোন রড দিয়ে আঘাত করলে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে ২০ লাখ টাকা মূল্যের এ্যাকুরিয়ামটি। কেন না জামাল খান একদিকে যেমন মিডিয়া পাড়া অপর দিকে সহজে মিডিয়ায় কাভার পেতে যত প্রকার মিছিল,বিক্ষোভ,সমাবেশ, র্যালি সব ধরণেন রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে বলে জানান, এ্যাকুরিয়ামে দায়িত্বে থাকা শুভাশিষ পোদ্দার।

এইচএম

 

 

 

শেয়ার করুন