ডাক্তার শাহ আলম হত্যার প্রধান আসামী আটক

প্রধান আসামী ফারুক

সীতাকুণ্ডে   ডাক্তার মো. শাহ আলম হত্যার অন্যতম প্রধান আসামিকে আটক করেছে র‍্যাব -৭ এর একটি দল। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত  ‘বিন মনসুর পরিবহন’ নামক লেগুনাটি জব্দ করে র‍্যাব।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসামির নাম, মো. ফারুক (১৯)। তিনি সীতাকুণ্ড থানার নতুন পাড়া (কামাল সওদাগরের বাড়ি)’র আইয়ুব আলীর ছেলে।

র‌্যাব- ৭ এর এএসপি তারেক আজিজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীতাকুণ্ডে চাঞ্চল্যকর ডাক্তার মো. শাহ আলম হত্যা মামলায় প্রত্যক্ষভাবে জড়িত আসামি লেগুনা চালক ফারুক স্টেশন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটক করে। এ হত্যাকাণ্ডে ফারুকসহ মোট ৫ জন জড়িত থাকার কথা জানান তিনি।

প্রসঙ্গত, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা গ্রামের মরহুম মাস্টার আজিজুল হকের ছেলে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলম সৌদি আরবে দীর্ঘ ৩০ বছর চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। গত বছর দেশে এসে নিজ বাড়ি ছোটকুমিরায় বেবি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক খোলেন তিনি। গত শুক্রবার সকালে ক্লিনিক থেকে মাত্র এক-দেড় কিলোমিটার দূরে ডা. শাহ আলমের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে শনিবার তাঁর লাশ দাফনের পর রাত ৯টার দিকে তাঁর স্ত্রী ওমারানা আজমিরী শিকদার কান্তা সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন