শিশুশ্রম হ্রাসকরণ বিষয়ক সংলাপে বক্তারা
শিশুশ্রম আমাদের সামাজিক ব্যাধি

সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে আমাদের ভবিষ্যত প্রজন্মকে শিশুশ্রমের গ্লানি থেকে মুক্তি দিতে হবে

চট্টগ্রাম : শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে স্থানীয় মিডিয়া ব্যক্তিত্বদের সাথে শিশুশ্রম হ্রাসকরণ বিষয়ক সংলাপের আয়োজন করেছে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ।

মঙ্গলবার (২১ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে প্রকল্প ব্যবস্থাপক রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

অপরাজেয় বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের সহযোগী সম্পাদক এম নাসিরুল হক এবং প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম উপস্থাপন করেন শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের কর্মকর্তা রবীন্দ্র যাকোব ত্রিপুরা।

সংলাপে প্রধান অতিথি এম নাসিরুল হক বলেন, শিশুশ্রম হচ্ছে আমাদের একটি সামাজিক সমস্যা। বর্তমান সরকারের ঘোষিত শিশুশ্রম হ্রাসকরণে কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারী ও বেসরকারী সংস্থার পাশাপাশি সংবাদ কর্মীরাও অনেক ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিশুশ্রমের গ্লানি থেকে রক্ষা করতে হবে। শিশুশ্রম নিরসনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

কর্মশালার সভাপতি প্রকল্প ব্যবস্থাপক রবার্ট কমল সরকার সংবাদ কর্মীদের কাজের ভূঁয়সী প্রশংসা করে বলেন, শিশুশ্রম হ্রাসকরণে সংবাদ কর্মীরা জনসচেতনতা তৈরীতে ব্যাপক ভূমিকা রাখছে। মুক্ত আলোচনায় অভিন্ন কন্ঠে শিশু শ্রম হ্রাসকরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার প্রীতম দাস, দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শরমা, দৈনিক আজাদীর ফটো সাংবাদিক অনুপম দাস, দৈনিক সুপ্রভাতের স্টাফ ফটো সাংবাদিক হেলাল সিকদার, দৈনিক বনিক বার্তার স্টাফ ফটো সাংবাদিক মো: গোলাম মর্তুজা আলী, এফ এন এস বিভাগীয় প্রধান মো: আব্দুল ওয়াদুদ এবং বিজয় টেলিভিশন প্রতিনিধি মো: জাবেদ, সেচ্ছাসেবী সংস্থা ঘাস ফুলের প্রতিনিধি, স্কাস ট্রেইনিং সেন্টারের প্রতিনিধি এবং পিএসটিসি এর প্রতিনিধি বক্তব্য রাখেন।
প্রকল্প কার্যক্রম নিয়ে সংলাপে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আর্থিক সহযোগীতায় শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্প সেচ্ছাসেবী সংস্থা অপরাজেয় বাংলাদেশ ও ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৮, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে কর্মজীবী শিশু ও তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিশুশ্রম হ্রাসকরণের লক্ষ্যে ২০১৪ সালের আগষ্ট থেকে চলতি সালের মার্চ মাস পর্যন্ত তিন বছর মেয়াদী প্রকল্প কার্যক্রম চলছে।

প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় উপানুষ্ঠানিক শিক্ষাশেষে ১৮৪৩ কর্মজীবি শিশুকে আনুষ্ঠানিক শিক্ষায় ভর্তি করা হয়, ঝুঁকিপূর্ণ শ্রম থেকে প্রত্যাহার করে ২৬১৫ জন শিশুকে ঝুঁকিবিহীন কাজে যুক্ত করা হয়, ১১৯৫ শিশু ও অভিভাবককে প্রশিক্ষন পরবর্তী কর্মসংস্থানে যুক্ত করা হয়।

উপস্থাপনায় শিশুশ্রম সমীক্ষা ২০১৩এর বরাত দিয়ে জানানো হয়, দেশে মোট কর্মজীবি শিশুর সংখ্যা ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ শিশু শ্রমের সাথে যুক্ত আছে ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন এবং ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছে ১ কোটি ২০ লাখ ৮০ হাজার ১৯৫ জন শিশু।

জাতীয় শিশু শ্রম জরিপ ২০১৩ অনুসারে চট্টগ্রাম বিভাগে মোট শিশু শ্রমের সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৯৫০ জন এবং ২০১১ সালের আদমশুমারী রিপোর্ট অনুসারে মোট ২ লাখ ৮৮ হাজার ৫৯৮ জন শিশু স্কুলে যাচ্ছেনা এবং তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে।

শেয়ার করুন