ভাটিয়ারীতে জাফরুল্লাহর নেতৃত্বে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলার প্রস্তুতি

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ভাটিয়ারী ইমামনগর ইউনিটের পক্ষ থেকে ভাটিয়ারী মির্জানগর জেলেপাড়ায় ইউনিট লিডার মোঃ জাফরুল্লাহ চৌধুরীর সাথে উদ্ধার কাজ তদারকি করার সময় তোলা এই ছবি। সাথে রয়েছেন ইউপি সদস্য আলমগীর মাসুম মঈন উদ্দিনসহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি টিমের সদস্যরা।

হাকিম মোল্লা: বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’।

আবহাওয়াবিদেরা বলছেন, আজ শনিবার সন্ধ্যা বা রাতের যে কোন সময়ে বুলবুল আঘাত হানবে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

‘বুলবুল’ এর ঝুঁকিতে রয়েছে উপকূলের আটটি জেলা। চট্টগ্রামে জারি করা হয়েছে ৯ নম্বর মহা বিপদ সর্তকতা সংকেত।

জেলা  ও উপজেলাসহ ইউনিয়ন পর্যন্ত নেওয়া হয়েছে এই প্রস্তুতি। তারই অংশ হিসেবে  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি গ্রহণ করেছে ভাটিয়ারী ইমামনগর ইউনিট। এই ইউনিটের নেতৃত্বে রয়েছেন ভাটিয়ারী মির্জানগর জেলেপাড়ায় ইউনিট লিডার মোঃ জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (৯ নভেম্বর) সকালে  ভাটিয়ারী মির্জানগর জেলেপাড়ায় কথা হয় জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। তিনি নয়াবাংলাকে বলেন, আমরা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সকল প্রস্তুতি নিয়েছি। তবে আমরা যা জানি তা মেনেও চলতে হবে। তাই আমাদের ক্যাম্পিং অব্যাহত রেখেছি।

সচেতনতা কর্মসূচিতে রয়েছে ইউপি  সদস্য আলমগীর মাসুম মঈন উদ্দিনসহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি টিমের সদস্যরা।

শেয়ার করুন