শিক্ষা গুরুর কথা – শেখ সজীবুল ইসলাম

শিক্ষা গুরুর কথা

–  শেখ সজীবুল ইসলাম

কেমন করে বলব যে ভাই শিক্ষা গুরুর কথা,

ভালো মন্দ যতই আছে শুনিয়ে দিত বার্তা।

সেই শৈশব কালের কথাগুলো আছে এখনো স্মৃতি,

চাইনি তো কভু শিক্ষকগণ কারো হোক ক্ষতি।

এমন দয়ালু মানব সর্বতে আর আছে কিনা অজানা,

যেমন করেই হোক পূরণ করতো কারও থাকলে বায়না।

তাদের কথা বলতে গেলে পার হতে পারবে তেরোশত নদী,

নম্র ব্যবহার কর তাদের সনে থাকলে ভালো জ্ঞান তোমার যদি।

থাকুক এতটুকু আর নয় কো কথা,

এটাই হলো তোমার জন্য আজকে দিনের শেষ পাতা।

শেয়ার করুন