পর্যটকের প্রতি ভালোবাসা ইউএনও সাইফুলের

ইউএনও সাইফুল ইসলাম

হাকিম মোল্লা: সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের সেবার বিষয় মাথায় রেখে হোটেল ভাড়া ও খাবারের দাম অর্ধেক কমিয়ে দেশে বিকাশমান পর্যটন শিল্পের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রোববার (১০ নভেম্বর) বিষয়টি দৈনিক নয়াবাংলাকে নিশ্চিত করে ইউএনও সাইফুল বলেন, এ পর্যন্তই আমি থেমে থাকি নাই টেকনাফ জেটি ঘাটে ফুল ও চকলেট দিয়ে পর্যটকদের স্বাগতও জানাই।

আরো পড়ুন : সুদীপ্ত হত্যা : আওয়ামী লীগ নেতা মাসুম ফের কারাগারে
আরো পড়ুন : চুয়েট’র ৪র্থ সমাবর্তন ৫ ডিসেম্বর, আসছেন রাষ্ট্রপতি

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয়ক আমজাদ হোসেন।

বুলবুলের প্রভাবে ১২শ পর্যটক আটকা পড়েন সেন্টমার্টিনে।

টেকনাফের ৩২তম ইউএনও হিসেবে যোগদান করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ২৯ তম বিসিএসের এই ক্যাডার পাবলিক প্রশাসকের উপর লন্ডন থেকেও উচ্চতর ডিগ্রী লাভ করেন।  বিদেশে পড়াশুনার সময় কাছে থেকে দেখেছেন সে দেশের পর্যটন শিল্প নিয়ে মানুষের আগ্রহ। পর্যটক কেন্দ্রিক ব্যবসা ও পর্যটকদের সেবার মান উন্নয়নে সেখানকার চিন্তা চেতনা। ভ্রমণ পিপাসু এই উপজেলা নির্বাহী কর্মকর্তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

শেয়ার করুন