পিয়াজের ‘ডাবল সেঞ্চুরি’ : কাদের বললেন অপেক্ষা করুন সহনীয় মূল্যে ফিরবে

পেঁয়াজ- ফাই ছবি

পিয়াজের বাজারে অস্থিরতা চলছেই। গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় দিন দিন বাড়ছে পেয়াজের দাম। পাঁচ কেজি চালের দামে মিলছে ১ কেজি পেয়াজ। চট্টগ্রামসহ সারা দেশে পেয়াজের এমন উর্ধ্বমূলে ক্রেতাসাধারণের নাভিশ্বাস উঠেছে। এমন বাস্তবতার মধ্যেই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপেক্ষা করুন খুব শীঘ্রই কমবে পেয়াজের দাম। তিনি বলেন, এ মাসেই পেয়াজের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

বুধবার কোন কোন দোকানে খুচরা দেশি পেয়াজ ২০০ টাকায় বিক্রয় করা হয়েছে। আর শুক্রবার পাইকারী বাজারে ২০০ টাকা দাম হাঁকা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পেয়াজের দাম দুইশ টাকা পেরিয়ে যাবে।

আরো পড়ুন : বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত টেকনাফে
আরো পড়ুন : আয়কর মেলার প্রথম দিনে ৩৩ কোটি টাকা কর আদায়

জানা গেছে, সর্বশেষ পিয়াজের দাম বেড়েছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। গত শনিবার বুলবুল আঘাত হানার একদিন আগে থেকে নতুন করে বাড়তে থাকে দাম। তার আগে খুচরায় পিয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল।

শেয়ার করুন