সীতাকুণ্ডে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

হাকিম মোল্লা : শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেছেন, আয়কর একটি দেশের সমৃদ্ধির মুল ভিত্তি। আয়কর থেকেই দেশের যাবতীয় উন্নয়ন কাজ হয়। তাই উন্নয়ন ও পরিবর্তন চাইলে সবাইকে অবশ্যই আয়কর দিতে হবে।

শুক্রবার ( ১৫ নভেম্বর)  বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

আরো পড়ুন : গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৭ জন নিহত চট্টগ্রামে
আরো পড়ুন : ‘আমি বেঁচে না থাকলেও নৌকার যেন ভরাডুবি না হয় আপনারা খেয়াল রাখবেন’

 কর অঞ্চল চট্টগ্রাম-১ এর আয়োজনে চট্টগ্রামের যুগ্ন কর কমিশনার মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন ভুঁইয়া, সীতাকুণ্ড সার্কেলের উপ কর কমিশনার মোঃ পেয়ারু সহ আরো অনেকে।

চারদিন ব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৮ নভেম্বর সোমবার।

শেয়ার করুন