
চট্টগ্রাম : নগরীর পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৭ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।দগ্ধ হয়েছেন অন্তত আরো ২০ জন। নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন নারী।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রাম ২০১৯ পদক পেলো ইপসা
আরো পড়ুন : ‘ক্রিয়েটিভ শিক্ষায় টেকসই উন্নয়ন দেশ গড়ার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী’

স্থানীয় সূত্র জানিয়েছে, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।