[caption id="attachment_49956" align="aligncenter" width="728"]
দেবের ‘পাসওয়ার্ড’। ছবি সংগৃহীত[/caption]
ভারতের কলকাতা থেকে আমদানি করা দেবের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে দেব অভিনীত পশ্চিমবঙ্গের ছবিটি।
এর আগে গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। একই নামকরণের কারণে ছবিটি মুক্তিতে বাধা দিয়েছে সেন্সর বোর্ড।
আরো পড়ুন : ই-সিগারেটে স্বাস্থ্যঝুঁকি
আরো পড়ুন : আবারো অসুস্থ এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির। তিনি বলেন, গত রোজার ঈদে ‘পাসওয়ার্ড’ নামে শাকিব খানের একটি ছবি মুক্তি পায়। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেয়া যুক্তিসঙ্গত হবে না।
তিনি বলেন, আমদানিকারকের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
কলকাতার ‘পাসওয়ার্ড’ ছবিটিতে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত