
হাকিম মোল্লা : পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা সুপার মার্কেটের ৩য় তলায় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরো পড়ুন : ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন : বিএনপি’র কেন্দ্রীয় দুই নেতা আটক
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তাশরিফ আনেন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার হাফেজ মাওলানা শাহ নেওয়াজ। বিশেষ মেহমান হিসেবে তাশরিফ আনেন, মিরসরাইয়ের হাজী গণি আহম্মদ জামে মসজিদের ইমামে খতিব মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম।
মাহফিলের দ্বিতীয় পর্বে হযরত মুহাম্মদ (সঃ) এর জীবণী নিয়ে আলোচনাসভা হয়। আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এম হেদায়েত, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুুল্লাহ আল ফারুক, শেখ হাকিম মোল্লা, নাছির উদ্দিন, কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, আবুল খায়ের, জাহেদ আনোয়ার চৌধুরী, বাবলা মিয়া, এম ইকবাল হোসেন রুবেল।

সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন অনিকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ জহিরুল ইসলাম।
শেষে সকল সাংবাদিকদের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মাফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা শাহ নেওয়াজ।