
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মান্নান কচির নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আবু আহম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হিসেবে সরফুদ্দিন সেন্টুর নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই দুই অংশের নতুন নেতৃত্ব নির্বাচন এবং নাম ঘোষণা করা হয়। নগরীর দুই শাখার নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মহানগরীর সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি মিলিয়ে প্রায় দুই হাজার কাউন্সিলর এবং প্রায় তিন হাজার ডেলিগেট সম্মেলনে যোগ দেন।