[caption id="attachment_50199" align="aligncenter" width="648"]
স্বামী স্ত্রী একসাথে[/caption]
চট্টগ্রাম : ঘরে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছে স্বামী। খবর পেয়ে ঝাউতলা ডিজেল কলোনীর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) ডিজেল কলোনী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রোজি আক্তার (২০)। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রেজাউল পলাতক রয়েছে। তার মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
আরো পড়ুন : কাদেরকে চ্যালেঞ্জ আব্বাসের : সাহস থাকলে পুলিশ ছাড়া রাজপথে আসেন
আরো পড়ুন : মহিউদ্দিনসহ ৩ নেতার স্মরণে চত্বর নির্মাণের ঘোষণা মেয়রের
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোজি আক্তার ও তার স্বামী রেজাউল করিম পোর্ট সিটি ইউনিভার্সিটিতে প্রহরীর কাজ করতেন। গত ম'র্চ থেকে ডিজেল কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারনা, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মাথায় আঘাতের পর রোজিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত