মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে শহীদ পরিবারের স্বীকৃতির দাবি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের উদ্যোগে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ

চট্টগ্রাম : যাঁদের হাতে দেশ হয়েছে জয়, তাদের হাতে দেশ হবেনা ক্ষয়_শ্লোগানে চট্টগ্রামের হালিশহর দক্ষিণ কাট্টলী মধ্যম নাথ পাড়ায় ১৯৭১ সালের ৩১ শে মার্চ ৪৩ জন শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বধ্য ভুমি প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের উদ্যোগে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : বিজিবির অভিযানে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ২
আরো পড়ুন : ‘মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন কর্ণার’ সিএমপিতে

সভায় সংগঠনের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন শহিদ পরিবার বর্গের আহবায়ক এস, এম,নওশাদ সেলিম।

প্রধান অথিতি চট্টগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহাম্মদ বলেন, মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের স্বীকৃতির দাবির প্রক্রিয়া এই বিজয়ের মাসেই আদায় করা হবে। তিনি আরও বলেন, এ দেশ স্বাধীন করেছি অনেক কষ্টে অর্জিত বধ্যভূমির যে সব জায়গা বেদখল হয়ে আছে ওইসব জায়গা উদ্ধার করা হবে।

সভায় বিশেষ অথিতির বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী বলেন, বধ্যভূমির বেদখল জায়গা রয়েছে, সেগুলোর কাগজ পত্রসহ মুক্তিযোদ্ধার সন্তানরা আমার সাথে যোগাযোগ করলে আমি সাধ্যমত তাদের সহযোগিতা করব। বধ্যভূমির চলাচলের রাস্তা উন্নয়নের কাজ এ মাসেই শুরু করবেন বলেও আশ্বস্ত করেন ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন নবাব সিরাজউদ দ্দৌলার ৯ম বংশদর নবাব আব্বাস উদ্দৌলা, আকবরশাহ থানার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নাছির খাঁন, রিপন চৌধুরী, সংগঠনের সদস্য সচিব উত্তম বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার চাদগাঁও থানার আহবায়ক এসএম মুনছুর, পাহাড়তলী থানা তাঁতীলীগের সভাপতি মিঠুন সরকার, শহীদ পরিবারের সদস্য নারায়ন বৈষ্ণব, অনিল নাথ, সুনিল কান্তিনাথ, খুকী রাণী দেবি, রাধারাণী টুনটু মুন প্রমুখ।

শেয়ার করুন