[caption id="attachment_50272" align="aligncenter" width="750"]
হুমায়রা আক্তার অন্তরা। ছবি: সংগৃহীত[/caption]
এসএ গেমসে কারাতের নারী একক প্রতিযোগিতা থেকে আরো একটি স্বর্ণপদক জিতলেন হুমায়রা আক্তার অন্তরা। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন তিনি।
বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা এই নারী অ্যাথলেট মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন। তার প্রতিপক্ষ ছিলেন নেপালের অনু গুরুং। তাকে ৫-২ পয়েন্টে হারান অন্তরা।
আরো পড়ুন : সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু সিএমপি’র ট্রাফিক বিভাগে
আরো পড়ুন : দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কমান্ডার শুভ চাকমা নিহত
এবারের দক্ষিণ এশিয়ান গেমস তথা এসএ গেমসে এই নিয়ে বাংলাদেশ জিতলো মোট ৪টি স্বর্ণপদক। এর আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন মারজান আক্তার প্রিয়া। পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন আল আমিন। সোমবার তায়কোয়ান্দো থেকে স্বর্ণ পদক জেতেন দিপু চাকমা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত