আল কোরআন বিশ্বনবীর (স:) শ্রেষ্ঠ মুজিজা : মাওলানা নূরী

আল কোরআন বিশ্বনবীর (স:) শ্রেষ্ঠ মুজিজা : মাওলানা নূরী

চট্টগ্রাম : বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, আল কোরআন রাসুলে করিম (স:) এর শ্রেষ্ঠ মুজিজা। ইসলামী জীবন দর্শনের মূল উৎস ও পথহারা মানব জাতির সুস্পষ্ট হিদায়াত গ্রন্থ এবং আল কোরআনই মনুষের থেকে কুশিক্ষার অন্ধত্ব দূর করে পৃথিবীতে জ্ঞানের প্রদীপ
বিচ্ছুরিত করেছে।

আরো পড়ুন : সুবিধা বঞ্চিতদের ফ্যাশনে জীবনের জয়গান
আরো পড়ুন : ঝাঁজ কমছে পেঁয়াজের, বন্দরে আরো ৩ হাজার টন

তিনি বলেন, আল কোরআনে প্রথম অবতীর্ণ পাঁচটি আয়াতে মানব জাতিকে যে জ্ঞান চর্চার আহবান জানিয়েছে। সে আহবানে সাড়া দিয়ে মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের চর্চায় আকৃষ্ট হয়ে পৃথিবীর জ্ঞান ভান্ডারে অভূতপূর্ব অবদান রাখতেও সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রিয়াজউদ্দিন বাজারের নুপুর মার্কেট চত্তরে বঙ্গবন্ধু তরুন পরিষদ কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল ও ফাতেহায়ে ইয়াজদাহুম এ প্রধান ওয়ায়েজীনের আলোচনায় এ কথা বলেন।

বঙ্গবন্ধু তরুন পরিষদ এর সভাপতি এবিএম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৩১ নং আল করণ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ তারেক সেলেমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি আলহাজ শামসুল
আলম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আহমদ করিব দুলাল। আলোচনা পেশ করেন মাওলানা মুফতি ইব্রাহীম আনোয়ারী প্রমুখ।

প্রধান আলোচক আরো বলেন, ইসলামের শিক্ষা কতিপয় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যে সীমাবদ্ধ নয়। রাসুলে করিমের (স:) শিক্ষা হচ্ছে মানব জীবনের সকল দিক ও বিভাগকে ওহীর জ্ঞান দ্বারা আলোকিত করে তোলা। কারণ রাসুলে করিমই (স:) হচ্ছে সেই ওহীর জ্ঞানের ধারক ও আল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি।

তিনি আরো বলেন, ইসলামের বিধান গুলো সর্বজনীন ও সর্বকালীন। ইসলামেই রয়েছে এক ও অদ্বিতীয় আল্লাহ তালার উপর দৃঢ় ঈমান যুগ জিজ্ঞাসার সকল সমাধান এবং রাসুলই শাশবত মডেল। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত ধর্মহীন আধুনিক মতবাদ গুলো বস্তুবাদের উপর প্রতিষ্ঠিত আর এ সবের ভিত্তি হচ্ছে ইসলাম
বিবর্জিত। তিনি বলেন, এ গুলোর কোনটিই পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা নয়। বিশ্বের যে কোন ধর্ম, বর্ণ, গোত্র ও জাতি গোষ্ঠীর লোকেরাই যদি ইসলামকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে অবশ্যই তারাও পৃথিবীর সেরা, সুন্দর ও সর্বশ্রেষ্ঠ মানব গোষ্ঠি হিসেবে পরিগণিত হবে।

শেয়ার করুন