উল্লাসের দিন আজ বাঁধনহারা বাঙালির

.

আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির মুক্তির দিন। আজ মহান বিজয় দিবস। আজ থেকে ৪৮ বছর আগে পরাধীনতার শিকল ছিঁড়ে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা লাভ করে। বিশ্ব মানচিত্রে আরো একটি স্বাধীন ভূখন্ডের চিহ্ন এঁকে দেয় এই লড়াকু বাঙালি। আজ বাঙালি বাঁধনহারা, উল্লাসের দিন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীন সার্বভৌম বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতি এই মহানায়কের জন্মশত বার্ষিকীও উদযাপন করবে পরম মমতায়। অত্যন্ত প্রাসঙ্গিক কারণেই এবারের বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আনন্দঘন। এবারের বিজয় দিবসের অঙ্গীকার হোক_ক্ষুধা দারিদ্রমুক্তি, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের অভিশাপ আর দূর্নীতিমুক্তির।

বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে। দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। বেতার ও টেলিভিশন প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন এক বাণীতে নগরবাসীর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন : নিরবেই কেটে গেল খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস
আরো পড়ুন : চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর কবরে নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের সাতই মার্চ ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন। নয় মাস দীর্ঘ সংগ্রামের পর সোহরাওয়ার্দী উদ্যানেই পরাজয় মেনে নিয়ে মাথা নত করে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য অস্ত্র সমর্পন করেছিল বাঙালি জাতির বীর মুক্তিযোদ্ধাদের কাছে।

আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের বীর সন্তানদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। রাজধানী ঢাকাসহ সারাদেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বিজয়ের ৪৮ বছর পেরিয়ে এবার ৪৯তম বিজয় দিবস। এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং এর পরের বছর ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ।

শেয়ার করুন