
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক মঈনুদ্দিন কোয়েল ও সঞ্চালনা করেন আবৃত্তিকার শ্রাবনী
দাশগুপ্তা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈমুদ্দিন আহমদ চৌধুরী ও চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক চিত্রশিল্পী সৌমেন দাশ।
সভায় বক্তারা বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙ্গালি জাতি দেশকে হানাদার মুক্ত করার সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল। দীর্ঘ ৯ মাস মুক্তি সংগ্রামে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। কিন্তু আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেনা। তাদেরকে সঠিক ইতিহাস জানাতে পারলে সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে।
স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের কার্যনির্বাহী কমিটির সাধারণ
সম্পাদক সাইফুল আলম বাবু।
সভা শেষে একাডেমিতে আয়োজিত বার্ষিক চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ ছবিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে
দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে দলীয় সংগীত, দলীয় নৃত্য ও একক আবৃত্তি পরিবেশন করেন শিল্পীবৃন্দ।