শহীদ কাজী সাদিক হাসান রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

শহীদ কাজী সাদিক হাসান রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ’৮২ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও সিজেকেএস’র সার্বিক সহযোগিতায় শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক রেটিং উন্মুক্ত দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের জিএমনেশিয়াম হলে আয়োজিত ৭ দিনব্যাপী দাবা টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ও (চবি) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২‘র সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ শামীম হাসান।

আরো পড়ুন : চোরাই টেক্সিসহ চোর আটক বায়েজিদে
আরো পড়ুন : খাঁটি মধু চেনার ৮ উপায়

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের মহাসচিব ও সিজেজেএস সহ-সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম শহীদভ্রাতা কাজী সাজ্জাদ হাসান।টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সুরজিৎ বড়ুয়ার সভাপতিত্বে এবং চবির ছাত্রী ইসরাতনূর মৌ’র সঞ্চালনায়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য সম্মানিত অতিথি মহিলা রেটিং দাবাড়ু ইয়াছমিন বেগম , সমিতির সহ-সভাপতি অধ্যাপক নোমান আহমদ সিদ্দিকী দাবা কমিটির হাজী জাহিদুল ইসলাম, দাবা সম্পাদক তনিমা পারভীন, দাবা কমিটির রাকিবুল ইসলাম সাচ্চু, টিংকু বড়ুয়া, আলী কায়সার পারভেজ, চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২-র এটিম হামিদুল হক চৌধুরী,জাকির হোসেন, নিয়াজ আহম্মদ চৌধুরী, শামীম আল-জোবায়ের, নাহিদ আক্তর ঝুলন, আনোয়ারা বেগম, অধ্যক্ষ নুরুল আমিন, শামসুজ্জামান আলমগীর, আ,আ, শাহজাহান, আমীর হোসেন, এডঃ তরুণ বিশ্বাস এবং জাতীয় আরবিটর প্রকৌঃ এস.এম তারেকপ্রমুখ।

শহীদ কাজী সাদিক হাসান রেটিং দাবা টুর্নামেন্ট শুরু

প্রধান অতিথি ডাঃ শামীম বলেন, শহীদ কাজী সাদিক হাসানের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল।
সাদিক অত্যন্ত মেধাবী ও স্মার্ট ছিল। তাই মেধার খেলা দাবাতে সে রীতিমতো উৎরে গিয়েছিলো। তার সাথে আমার দাবা খেলার স্মৃতি রয়েছে। তিনি আরো বলেন, শহীদদের কখনো মৃত্যু হয় না। এই টুর্নামেন্টের মাধ্যমে সাদিক চির জাগরুক থাকবে। সাদিকের ভাই কাজী সাজ্জাদ হাসান চ.বি. প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২উদ্যোগকে স্বাগত জানিয়ে এই টুর্নামেন্টের ধারাবাহিকতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

উন্মুক্ত এ টুর্নামেন্টে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২শতাধিক দেশি বিদেশি দাবাড়– অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশাবাদী। ৯ রাউন্ডের সুইচ লীগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট পরিচালিত হবে। টুর্নামেন্টে দুই ক্যাটাগরীতে মোট ১ লক্ষ ৬০ হাজার ৫শত টাকার পুরস্কার প্রদান করা হবে। এতে সার্বজনীন পুরস্কারে চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ ১০টি এবং বিশেষ পুরস্কারে অনূর্ধ্ব-১২, ১৬ ও চবি ছাত্র-ছাত্রীসহ ১৭টি পুরস্কার রয়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি স্টেডিয়াস্থ জিএমনেশিয়ামে চলবে।

শেয়ার করুন