
চট্টগ্রাম : নগরীর হালিশহর থানার পোর্ট কানেকটিং (পিসি) রোডের ওয়াপদা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রপ্তানী পণ্য লুট চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ৫৩৫ কার্টুন রপ্তানীযোগ্য তৈরি পোষাক উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি লংভেহিকেল কাভার্ডভ্যান।
সোমবার (২৩ ডিসেম্বর) অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে আহম্মেদ বিন জামিল (৪০), নোয়াখালীর মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৯), ভোলার মৃত কালু হাওলাদারের ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৪২), আনোয়ারার মোঃ ফরিদুল ইসলামের ছেলে মোঃ ইকবাল হোসেন ড্রাইভার (২৬), চাঁদপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫), জোরালগঞ্জের মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ ইয়াকুব ড্রাইভার (২৬), ভুজপুরের নুরু মিয়ার ছেলে মোঃ সাইফুল(২৫) হেলপার ও ঢাকার শাহ আলী থানার আবুল আলিমের ছেলে মোঃ আক্তার হোসেন (৩৫)।
আরো পড়ুন : আ’লীগের দল ও সরকার আলাদা করার প্রয়াস শুরু
আরো পড়ুন : বনানীতে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত স্যার ফজলে হাসান আবেদ
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ- পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানার পোর্ট কানেকটিং (পিসি) রোডস্থ ওয়াপদা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তৈরি পোষাক লুট চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় একটি লংভেহিকেল তাদের কাছ থেকে ১টি লং ভেহিকেল চট্ট-মেট্রোঃ ঢ ৮১-২৬৬২ ও ঢাকা মেট্রোঃ-ট-১৬-৮১২৯ কার্ভাড ভ্যানসহ রপ্তানী যোগ্য তৈরী ৫৩৫ কার্টুন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটকরা জানায় শিপমেন্টের উদ্দেশ্যে বিভিন্ন গার্মেন্টস হতে বন্দর অভিমুখী কর্ভাড ভ্যান ও লং ভেহিকেল কাস্টম কর্তৃক সীলগালা গাড়ীর ড্রাইভার ও হেলপারের সাথে যোগাযোগের মাধ্যমে সুকৌশলে সীলগালা যেন নষ্ট না হয় এভাবেই মালামাল লুট করে এবং খালি কন্টেইনার বিদেশে পৌছে যায় কিন্তু ভিতরে কোন মালামাল থাকেনা। কিন্তু বাহিরে সীলগালা ও তালা ঠিক থাকে। এই চক্রের জন্য একের পর এক গার্মেন্টস সেক্টর আজ
ধ্বংসের পথে। এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।