মিষ্টিবনসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

.

রামুর মিষ্টিবনসহ ৪ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে একটি বেকারি সিলগালা করে দিয়েছে বিএসটিআই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা বিএসটিআই’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম রাশিদা আক্তার ও রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রামু চৌমুহনী এলাকার মেসার্স প্যারামাউন্ড ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ৪০ হাজার টাকা, একই এলাকায় মেসার্স হাজী আবদুল করিম সওঃ ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার, মধুবনকে ৫ হাজার ও মিষ্টিরাজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস কক্সবাজারের কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, পরিদর্শক (মেট) ইকবাল হোসেন প্রমুখ।