রাঙ্গামাটির বিলাইছড়িতে বৌদ্ধ বিহারের নামে টিআর প্রকল্প আত্মাসাতের অভিযোগ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি বৌদ্ধ বিহার উন্নয়ন ও সোলার প্যানেল স্থাপন প্রকল্পের নামে বরাদ্দপ্রাপ্ত সম্পূর্ণ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক ও প্রধান দুর্নীতি দমন কমিশন কার্যালয়সহ বিভিন্ন সংস্থা বরাবরে অভিযোগটি করেছেন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বোধিপ্রিয় ভিক্ষু। পার্বত্য এলাকায় পশ্চাদ পথকে কাজে নামে বেনামে দীর্ঘদিন ধরে অদৃশ্য প্রকল্পের ছড়াছড়ি। তার আগে দুর্নীতি দমন কমিশন সম্মলিত কার্য্যালয় রাঙ্গামাটি এই ধরণের অভিযোগের ভিক্তিতে অনুসন্ধান করে সত্যতা থাকায় মামলা করা হয়েছে । বিশেষ বিলাইছড়ি এলাকায় সবচেয়ে দেশী- বিদেশী আন্তজার্তিক দাতা সংস্থা, পার্বত্য মন্ত্রনালয়, জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বোর্ড বিভিন্ন প্রকল্পের ওভালেপিং হচ্ছে বেশী।

অভিযোগে তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে টেস্টরিলিফ (টিআর) কর্মসূচির অধীন বিহারের উন্নয়ন ও সোলার প্যানেল স্থাপন প্রকল্পে (প্রকল্প নম্বর-২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের মাধ্যমে ১ লাখ ৭৯ হাজার টাকা সরকারি বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়া টাকায় বিহারের উন্নয়নে কোনো কাজ না করেই প্রকল্পের সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছেন, প্রকল্প সভাপতি বঙ্গীম চন্দ্র তঞ্চঙ্গ্যা।

এলাকাবাসীর পক্ষে বিষয়টির সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করে বোধিপ্রিয় ভিক্ষু বলেন, তদন্তে এর বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ এলাকাবাসী দেবে।

শেয়ার করুন