
বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সাথে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় করেছেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
আরো পড়ুন : চট্টগ্রামের সন্তান আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
আরা পড়ুন : ঢাকার রাস্তায় টুটুল-সেঁজুতির ‘পারফর্মিং আর্ট’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, মহাসচিব মুহাম্মদ নুরুল আবছার, নির্বাহী সভাপতি আবু বক্কর সিদ্দিক, কার্যকরী সভাপতি আলহাজ্ব মনির আহমেদ, সিনিয়র অতিরিক্ত মহাসচিব হুমায়ুন কবির সোহেল, সিনিয়র সহ-সভাপতি দীল মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ ইউসুফ সরোয়ার, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, কে.এম মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন তালুকদার, অতিরিক্ত মহাসচিব জাহাঙ্গীর মোহাম্মদ দস্তগীর প্রমুখ।
মতবিনিময়কালে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি।