নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন সম্পন্ন

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দ্বীনি, দাওয়াতী ও কল্যাণ সংগঠন নাইক্ষ্যংছড়ি ইসলামী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী ইসলামী মহসম্মেলন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা ঈদগাও ময়দানে বিকাল বাদ আছর (নামাজের পর) হইতে রাত সাড়ে ১২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি আল্ মারকাজুল ইসলামীয়া দারুচ্ছুন্নাহ্ পরিচালক মাওলানা ক্কারী মো. কলিম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফি উল্লাহ।

আরো পড়ুন : ইভিএমে কারচুপি কোনোভাবেই সম্ভব নয় : ডিজি
আরো পড়ুন : তথ্যমন্ত্রীর সাথে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মতবিনিময়

সম্মেলনের বক্তারা বয়ানে বলেন, আল্লাহর আনুগত্য ও রাসুলুল্লাহ (সঃ) এর তরিকা অনুসরণে দুনিয়া ও আখিরাতে শান্তি ভাল করা যাবে এবং বিশ্বে মুসলমানের রাজত্ব ফিরে আসবে।

সম্মেলনে বয়ান পেশ করেন চট্টগ্রাম ওমর গণি এম.ই.এস কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আল্লামা ড, আ.ফ.ম খালেদ হোছাইন, চট্টগ্রাম লোহাগাড়া রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা মো, ছৈয়দুল আলম আরমানী, চট্টগ্রাম পটিয়া আল্-জামিয়া আল্- ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আক্তার হোছাইন।

অন্যান্যদের মধ্যে নাইক্ষ্যংছড়িসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন