বান্দরবান : অবৈধ ইটভাটা পরিচালনা করার দায়ে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছকে ১০ বছর জেল ও ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্র্যমম্যান আদালত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এই রায় ঘোষণা করেন অভিযানের নেতৃত্বদানকারী সহকারী জুডিশিায়াল ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন। পরে আবদুল কুদ্দুছকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আরো পড়ুন : নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলের তুহিনের জিপিএ-৫ অর্জন
আরো পড়ুন : অস্ট্রেলিয়ায় দাবানলে ২ শতাধিক বাড়ি পুড়ে ছাই
আবুদুল কুদ্দুছের দ্বিতীয় স্ত্রি নিলুফার বেগম জানান, জেলার থানছিতে তাদের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত পরে চেয়ারম্যানকে সাজা দিয়ে জেল হাজতে পাঠায়। তিনি অভিযোগ করেন সম্পুন্ন বেআইনীভাবে চেয়ারম্যানকে সাজা দেওয়া হয়েছে। তারা এই রায়ের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন।