বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল রাইডারের, বাস জব্দ রাঙামাটিতে

সড়ক দুর্ঘটনা

রাঙামাটি : সড়ক দুর্ঘটনায় এক সাইকেল রাইডার নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাহেদ আলী (২৫)। সে চট্টগ্রাম ফ্রন্ট সাইকেল স্টক অব বাংলাদেশ সংগঠনের সদস্য। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কেয়াংছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন : রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৭তম জন্মদিন আজ
আরো পড়ুন : চসিক নির্বাচনে মার্চ মাস উপযুক্ত সময় : প্রধান নির্বাচন কমিশনার

স্থানীয়রা জানান, চট্টগ্রাম ফ্রন্ট সাইকেল স্টক অব বাংলাদেশ উদ্যোগে সাইকেল রাইডারের ৮জনের একটি গ্রুপ রাঙামাটি আসছিল। এসময় তাদের সাইকেল বহরটি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কেয়াংছড়া এলাকায় পৌঁছালে একটি বাস দ্রুত গতিতে এসে রাইডার মো. সাহেদ আলীর সাইকেলে ধাক্কা দেয়। এসময় সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সাহেদের।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের পর তার স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে। গাড়িটি জব্দ করা হলেও চালকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।