চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

চট্টগ্রাম : বিদেশ থেকে বহির্নোঙরে জাহাজ আসার পর মোবাইল অ্যাপসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে জানাবে ডিজিটাল অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেম। এরপর ফিরতি এসএমএসে কখন, কোন বার্থে জাহাজটি ভিড়বে, বন্দরের পাইলট কখন জাহাজে উঠবে ইত্যাদি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এর ফলে বার্থিং মিটিংয়ের আর প্রয়োজন হবে না।_এমন ডিজিটাল অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেম উদ্ভাবন করায় নৌপরিবহন মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের আইসিটি শাখার প্রোগ্রামার সৈয়দ মোহাম্মদ অলিউর রহমান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০১৯-২০ এর কার্যক্রম নং-৯.১ অনুযায়ী তিনজনকে শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত করা হয়েছে।

আরো পড়ুন : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ৩০ জানুয়ারি
আরো পড়ুন : বাঁধে সৃষ্ট পুকুরে মাছ চাষ চকরিয়ায় পানিতে ডুবে যাবে ২শ পরিবার

চিঠিতে জানানো হয়েছে রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন।

অপর দুই শ্রেষ্ঠ উদ্ভাবক চট্টগ্রামের মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম ও নৌ পরিবহন অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ শাহাদাত হোসেন সরকার। ক্যাপ্টেন কাজী এবিএম শামীম উদ্ভাবন করেছেন বিএমএ ক্যাম্পাস ম্যানেজমেন্ট সলিওশন। মুহাম্মদ শাহাদাত হোসেন সরকারের উদ্ভাবন অভ্যন্তরীণ নৌযান সার্ভে এবং সার্ভে সনদ অনলাইনে জারি।

২০১৮ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছিলো ৩ হাজার ৭৪৭টি। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮০৭টি। ব্যবসায়ী ও আমদানিকারকদের দাবি হচ্ছে-বহির্নোঙরে জাহাজের অপেক্ষমাণ সময় কমানো, আধুনিক হ্যান্ডলিং ইক্যুইপমেন্টের মাধ্যমে জাহাজ থেকে দ্রুত পণ্য বা কনটেইনার উঠানো-নামানো, কস্ট অব ডুয়িং বিজনেস কমানো ইত্যাদি। ডিজিটাল অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেম এসব ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন