জাতির পিতার জন্মশতবার্ষিকীর আয়োজন বাকাসস চট্টগ্রাম জেলা শাখার

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাকাসস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন।

চট্টগ্রাম : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও রূপকার বাঙ্গালীর স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে এক সভা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ মোহাম্মদ ইউনুছ।

আরো পড়ুন : পুনর্মিলন উৎসব : এসো বন্ধু মিলি প্রাণের উচ্ছ্বাসে
আরো পড়ুন : পথ শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ হালিশহরে

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির সদস্য স্বদেশ শর্মা, নুরুল মুহাম্মদ কাদের, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এম আরিফ হোসেন, ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি কোর্ট হিল শাখার সভাপতি শরীফ উল্লাহ।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে ১৯৭১ সালে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেতামনা। যারা দেশের স্বাধীনতা বিরোধী তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তাঁর লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হতে হবে।

শেয়ার করুন