মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দারুল ছজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন।

চট্টগ্রাম : চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন।

আরো পড়ুন : আইন করে সম্মান আদায় করা যায় না : সংসদে প্রধানমন্ত্রী
আরো পড়ুন : শিগগিরই প্রযুক্তি খাতের রফতানি গার্মেন্টস খাতকে অতিক্রম করবে : জয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার শহীদুল চৌধুরী সৈয়দ, উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কমান্ডার আবুল কাসেম চিশতী, সহকারী কমান্ডার এফ.এফ আকবর খান ও আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী কাজী নুরুল আবছার।

দারুল ছজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্রনাথ সেন, পাঁচলাইশ থানা কমান্ডার আহমদ মিয়া, বাকলিয়া থানা কমান্ডার আলী হোসেন, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দিন, খুলশী থানা কমান্ডার মোঃ ইউসুফ, বন্দর থানা কমান্ডার কামরুল আলম জতু, কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্র নাথ সেন, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, সদরঘাট থানা কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলম, আকবর শাহ থানা কমান্ডার মোঃ সেলিম উল্লাহ, হালিশহর থানা কমান্ডার মোঃ ইউনুচ, ডবলমুরিং থানা কমান্ডার দোস্ত মোহাম্মদ, ইপিজেড থানা কমান্ডার মোঃ আবুল কালাম, বন্দর থানা কমান্ডার কামরুল আলম জতু, পতেঙ্গা থানা কমান্ডার জাগির হোসেন, বায়েজিদ থানা কমান্ডার ক্যাপ্টেন (অব.) ছাবের আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ, মোঃ আবুল কাশেম, শহীদুল ইসলাম দুলু,রফিক বিল্লাহ, আবদুর রব কায়েস, সৈয়দ আহমদ, প্রশান্ত সিংহ, সৈয়দ আবদুল গণি, রঞ্জন সিংহ প্রমূখ।

অনুষ্ঠানশেষে মহানগরীর ১৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও মরহুম বীর মুক্তিযোদ্ধার স্ত্রীদের হাতে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

শেয়ার করুন