ক্রসফায়ার সংবিধানসম্মত নয় বললেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণকারীদের ‘ক্রসফায়ারে’ হত্যার যে দাবি সংসদে তুলেছেন কয়েকজন এমপি, তা একান্তই তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার বা আমাদের দলের কোনো বিষয় না। আমরা এনকাউন্টার বা ‘ক্রসফায়ার’কে তো সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে এবং সংবিধানসম্মত নয়।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে বিএনপির প্রার্থীদের তোলা ‘হামলা-মামলার’ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘হামলা-মামলার অভিযোগ তো আমাদের প্রার্থীরাও কোথাও কোথাও করছে। এখন তো নির্বাচন কমিশনই আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ন্ত্রণ করবে। বিষয়টি নির্বাচন কমিশনের দেখা উচিত।’

সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে। আচরণবিধি মেনে চলতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো বাধা বা চাপ নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নির্বাচন নিয়ে কোনো বাড়াবাড়ি না করতে। তবে আমি মনে করি নির্বাচন কমিশনের আরো কঠোর হওয়া উচিত। আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো প্রতিবন্ধকতা আছে বলে মনে করি না।

ঢাকার দুই সিটির কাউন্সিলর পদে আওয়ামী লীগের অনেকে দলের মতের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে একটা সিদ্ধান্ত তো আসবেই।’ একটি মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বিচার ?শুরু হয়েছে, এটি আগে বা পরে হতে পারত কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইন তো তার নি

শেয়ার করুন