অস্ত্র ও কার্তুজসহ আধা ডজন মামলার আসামী গ্রেফতার চট্টগ্রামে

আটক বাহাদুর আহম্মেদ

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার মেরিন ড্রাইভ রোডের পুরাতন ফিশারী ঘাটের মুখে অভিযান চালিয়ে এক অস্ত্রধারী আধা ডজল মামলার আসামীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক বাহাদুর আহম্মেদ (৩৬) কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার আয়েশা মঞ্জিলের মৃত নাছির উদ্দিন আহম্মেদের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অন্তত আরো ৭টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে আটক অস্ত্রধারী নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও দস্যুতার সাথে জড়িত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরো পড়ুন : শিক্ষায় অসামান্য অবদান রাখছে জীনামেজু অনাথ আশ্রম : বীর বাহাদুর
আরো পড়ুন : ক্রসফায়ার সংবিধানসম্মত নয় বললেন সেতুমন্ত্রী

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম নগরীর আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালনকালে ব্রিজ ঘাট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই অস্ত্রধারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোছাইন। আর পুরো বিষয়টি তত্বাবধান করেন গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) এর উপ পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন।

আটক বাহাদুরের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামরা রয়েছে। এছাড়াও আরো একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন

শেয়ার করুন