জঙ্গি আস্তানার অদূরে বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৩

সংগৃহীত ছবি

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানার অদূরে দুদফা বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যার পর জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ অদূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশ-এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম দফা বিস্ফোরণের পর কর্ডন করে রাখা এলাকা ‘ক্রাইম সিন’ করতে গেলে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। দুদফা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন। আহত হন অর্ধশত।

প্রসঙ্গত, ‘আতিয়া মহলে’ জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোর থেকে ওই আস্তানাসহ শিববাড়ি পাঠানপাড়া এলাকা ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।

শনিবার সকাল পৌনে ৯টা থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে ‘আতিয়া মহলে’ অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয়। দুপুর থেকে টানা কয়েক ঘণ্টা মুহুর্মুহু গুলিবর্ষণ এবং একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন জানান, ‘আতিয়া মহলের অদূরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে হতাহতদের জরুরি ভিত্তিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি জানান, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে- এই দুটি মোটরসাইকেলে করেই হামলাকারী এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।

শেয়ার করুন